শিরোনাম
◈ হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো ◈ প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দে‌বেন ১১ ডিসেম্বর, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির জা‌র্সিতে ইং‌লিশ লি‌গে হালান্ডের শত গোলের রেকর্ড  ◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা  ◈ টাকা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা, সর্বস্বান্ত হয়েছেন অনেকে ◈ মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ ◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালমান খানের বিয়ে আর হবে না : জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

মুসফিরাহ হাবীব: [২] খাতায় কলমে বয়স ৫৪। অথচ এখনও ব্যাচেলার বলিউড সুপারস্টার সালমান খান। তার বিয়ের ফুল আদৌ ফুটবে কিনা তা নিয়ে চিন্তিত তার কোটি ভক্ত।তাদের চিন্তা এবার আরও বাড়িয়ে দিলেন এক জ্যোতিষী। মুম্বাইয়ে বিখ্যাত গণক মুখের উপরেই সালমানকে জানিয়ে দিলেন, আগামী দিনেও নাকি তার বিয়ের কোনও সম্ভাবনা নেই।

[৩] শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। আর সেই রিয়ালিটি শো-তেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বইয়ের নামকরা গণক জনার্দন। লোকের বিশ্বাস এই জ্যোতিষী নাকি মুখ দেখেই বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ। ইংরাজিতে যাকে বলে ‘ফেস রিডার’। শো-র মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিলেন তিনি।

[৪] ওই সময়েই হঠাৎ এই সিজনে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বোলির মুখ দেখে জনার্দন বলেন, নিকি বাইরে থেকে সহজ সরল দেখতে হলেও ভিতরে ভিতরে খুবই চালাক। সে সময়েই নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন সালমানও। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কি হবে তার?

[৫] সালমানকে হতাশ করে তৎক্ষণাৎ জ্যোতিষীর উত্তর, “আপাতত তো কোনও সম্ভাবনাই দেখছি না।” জ্যোতিষীর এই উত্তরে স্তম্ভিত হয় সবাই। তবে ছেড়ে দেননি সালমানও। তিনিও পাল্টা মনে করিয়ে দেন, ছয় বছর আগে এই জনার্দনই নাকি তাকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে।

[৬] হঠাৎ গণকের কথা ঘুরে গেল কেন? গণকের দিকে প্রশ্ন ছুড়ে সালমান আবারও প্রশ্ন করেন, ‘সামনে কি কোনও সম্ভাবনা নেই?’ কিন্তু গণক তার সিদ্ধান্তে অনড়। ঘাড় নেড়ে তিনি বলেন, ‘কোনও আশাই নেই’। এর খানিক পরেই হাসিতে ফেটে পড়েন সালমান। তিনি যে ব্যাপারটাকে স্রেফ মজা হিসেবেই নিয়েছেন তা-ই জানান দিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়