শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু ◈ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালমান খানের বিয়ে আর হবে না : জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

মুসফিরাহ হাবীব: [২] খাতায় কলমে বয়স ৫৪। অথচ এখনও ব্যাচেলার বলিউড সুপারস্টার সালমান খান। তার বিয়ের ফুল আদৌ ফুটবে কিনা তা নিয়ে চিন্তিত তার কোটি ভক্ত।তাদের চিন্তা এবার আরও বাড়িয়ে দিলেন এক জ্যোতিষী। মুম্বাইয়ে বিখ্যাত গণক মুখের উপরেই সালমানকে জানিয়ে দিলেন, আগামী দিনেও নাকি তার বিয়ের কোনও সম্ভাবনা নেই।

[৩] শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। আর সেই রিয়ালিটি শো-তেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বইয়ের নামকরা গণক জনার্দন। লোকের বিশ্বাস এই জ্যোতিষী নাকি মুখ দেখেই বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ। ইংরাজিতে যাকে বলে ‘ফেস রিডার’। শো-র মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিলেন তিনি।

[৪] ওই সময়েই হঠাৎ এই সিজনে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বোলির মুখ দেখে জনার্দন বলেন, নিকি বাইরে থেকে সহজ সরল দেখতে হলেও ভিতরে ভিতরে খুবই চালাক। সে সময়েই নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন সালমানও। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কি হবে তার?

[৫] সালমানকে হতাশ করে তৎক্ষণাৎ জ্যোতিষীর উত্তর, “আপাতত তো কোনও সম্ভাবনাই দেখছি না।” জ্যোতিষীর এই উত্তরে স্তম্ভিত হয় সবাই। তবে ছেড়ে দেননি সালমানও। তিনিও পাল্টা মনে করিয়ে দেন, ছয় বছর আগে এই জনার্দনই নাকি তাকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে।

[৬] হঠাৎ গণকের কথা ঘুরে গেল কেন? গণকের দিকে প্রশ্ন ছুড়ে সালমান আবারও প্রশ্ন করেন, ‘সামনে কি কোনও সম্ভাবনা নেই?’ কিন্তু গণক তার সিদ্ধান্তে অনড়। ঘাড় নেড়ে তিনি বলেন, ‘কোনও আশাই নেই’। এর খানিক পরেই হাসিতে ফেটে পড়েন সালমান। তিনি যে ব্যাপারটাকে স্রেফ মজা হিসেবেই নিয়েছেন তা-ই জানান দিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়