লিহান লিমা: [২] বিশ্বব্যাংকের প্রধান ডেভিড মালপাস বলেছেন, করোনা ভাইরাসের কারণে অনেক দেশটি ঋণের বোঝা মাথায় নিয়ে বিপুল সংকটে বলেছে, তাই ঋণ মওকুফ করতে বিনিয়োগকারীদের প্রস্তুত থাকা উচিত। আল জাজিরা
[৩]তিনি আরো বলেন, কিছু দেশ গ্রহণ করা ঋণ পরিশোধ করতে নাও সক্ষম হতে পারে। আমাদের অবশ্যই ঋণের হার কমাতে হবে বা বাদ দিতে হবে।’
[৪]মালপাস জানান, ১৯৯০ সালে অর্থনৈতিক সংকটের সময় ল্যাটিন আমেরিকা ও বড় ঋণের বোঝা থাকা দরিদ্র দেশগুলোকে আর্থিক সুরক্ষা প্রদান করতে একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিলো।
[৫]এর আগে গত মাসে জি-২০’র একটি বৈঠকে ধনী দেশগুলো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর জন্য ঋণ পরিশোধের সময়সীমা বাড়ায়।
[৬]গত আগস্টে মালপাস সতর্ক করে বলেছেন, করোনার কারণে ১০ কোটি মানুষ চরম দারিদ্রতার ঝুঁকিতে পড়বে। তিনি ব্যক্তিগত ব্যাংক ও বিনিয়োগকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।