শরীফ শাওন: [২] ইবির ১৩তম উপাচার্য হিসেবে তিনি রোববার সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
[৩] সকালে ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে 'মৃতুঞ্জয়ী মুজিব' স্মৃতি ভাস্কর্যে ফুল দেন। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
[৪] উপাচার্যের কার্যালয়ে প্রথমে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
[৫] উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণা। এই প্রবাহমানতার সম্মান করে স্রোতকে আরো শক্তিশালী করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্টেকহোল্ডার হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা। সম্মিলিত হয়ে কাজ করলে ভিশন মিশন সাকসেসফুল করতে পারব।