শরীফ শাওন: [২] বাংলাদেশ শিক্ষক সমিতির বক্তারা বলেন, কোভিড প্রভাবে দেশের স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি খাত সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যখাতকে চালু রাখতে সরকার শক্ত হাতে চেষ্টা করছে, আন্তরিকতা থাকা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। নন এমপিও শিক্ষরা প্রায় মুমূর্ষু অবস্থায় দিনাতিপাত করছেন।
[৩] বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের প্রায় ৯৫ শতাংশের ধারক ও বাহক বেসরকারি শিক্ষকগণ। আমরা অনলাইনে প্রায় ৭৫ শতাংশ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অথচ আমরাই মনবেতর দিন যাপন করতে বাধ্য হচ্ছি।
[৪] বক্তারা আরও বলেন, করোনার কারণে অভিভাবকরা বেতন দিতে না পারায় নন এমপিও শিক্ষকরা বিদ্যালয় থেকে কিছুই পাচ্ছেন না। জীবন বাঁচাতে কেউ রাজমিস্ত্রী, কেউ সবজি বিক্রি ও অনেকে ফেরি করে সংসার চালাচ্ছেন। অনেকে দেনায় জর্জরিত হয়ে ভিটেমাটি বিক্রি করার অবস্থায় আছেন। প্রাইভেট টিউশনিও সম্পুর্ণ বন্ধ রয়েছে।
[৫] সোমবার জাতীয় প্রেসক্লাবে সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার, সমিতি’র সভপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স, যুগ্ন-মহসচিবমনসুর ইকবালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
[৬] মানববন্ধনে বক্তাদের দাবি ও লক্ষ্য, মুজিববর্ষকে, বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণীয় এবং চির অম্লান করার উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা।