হাবিবুর রহমান: [২] উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদে শূন্য হওয়া চেয়ারম্যান পদের উপনির্বাচনে রোববার চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
[৩] প্রার্থীরা হলেন- মো. আব্দুল হালিম খান ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রেজুয়ানুর রহমান (রজনী গন্ধা), মো. তারা মিয়া ( আনারস) , মো. এনামুল হক-১ ( দুটি পাতা), আব্দুল আওয়াল (টেবিল ফ্যান), মোহাম্মদ আলতাব হোসেন (ঢোল), মো. এনামুল হক -২ (অটোরিকশা), মো. হারুন অর রশিদ (টেলিফোন), ওমর ফারুক (চশমা), রতন চন্দ্র সিংহ (ঘোড়া), মো. মাহমুদুল হাসান সিপন (মোটরসাইকেল)
[৪] উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিংঅফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ জানান, আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ১১ জন প্রতিদন্ধিতা করছেন। অবাধ, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের নীতিমালার আলোকে কেন্দ্রর বুথ বাড়তে পারে।
[৫] ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩ মে মারা গেলে এ পদটি শূন্য হয়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
[৬] তফসিল অনুযায়ী, আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ। ধলামূলগাঁও ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২১হাজার ৯শ ২৫জন।