শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক চাহিদা ও বাড়তি উপার্জন যোগাবে হোসেনপুরের ২২০সবজি বাগান

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের হোসেনপুরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী অনাবাদি ১ ইঞ্চি জমি পতিত না রেখে বাড়ির চারপাশের জায়গা সারা বছর সবজি চাষের জন্য ব্যবহার করা যেতে পারে। অনাবাদি জমি ও বসতবাড়ির পতিত জায়গুলোকে উৎপাদনমূখি করে একটি পরিবার সারা বছরের চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত আয়ও করতে পারে।

[৩] সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, হোসেনপুর উপজেলা কৃষি বিভাগ করোনাকালীন ও পরবর্তী সংকট মোকাবিলায় ২২০টি পারিবারিক সবজি বাগান স্থাপন করেছে। সবজি উৎপাদন স্বাভাবিক রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩২টি করে পারিবারিক সবজি বাগান স্থাপন করা হয়েছে। সরকারি প্রণোদনার আওতায় বাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি বাগান করার জন্য এসব পরিবারকে নগদ টাকা ছাড়ও সার, বীজ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা কৃষি অফিস।

[৪] জানা যায়, যার ১ শতাংশ জায়গা রয়েছে এমন সব পরিবারকে বাড়ির আঙ্গিনায় বাগান স্থাপনের জন্য নির্বাচিত করে এ সুবিধা দেয়া হয়েছে। করোনাকালেও এসব পরিবার যেন নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি উপার্জনের সুযোগ পায় এ লক্ষ্যে প্রতিটি পরিবারকে নগদ ১ হাজার ৯৩৫ টাকা ও বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ, বাগানের বেড়াসহ ২ হাজার ৬০০ টাকার সহায়তা দেয়া হয়েছে।

[৫] সবজি বাগানে পুইঁশাক, ডাটাশাক, লালশাক, লাউ, কলমী শাক, বটবটিসহ অন্তত আট প্রকারের সবজি চাষ করা হচ্ছে। প্রতিদিন একটি পরিবারের জন্য অন্তত আড়াইশ গ্রাম সবজি প্রয়োজন হলেও উচ্চ মূল্যের কারণে এবং করোনা পরিস্থিতিতে অনেকের পক্ষেই সবজি কেনা সম্ভব হচ্ছে না। বাগান স্থাপনের ফলে নিম্ন আয়ের এসব মানুষ প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে। পাশাপাশি উৎপাদিত সবজি বিক্রি করে বাড়তি উপার্জন করতে পারবে। সারাবছর এসব বাগান থেকে উপকৃত হবার পাশাপাশি যেন বাগান তৈরির অভ্যাস গড়ে উঠে সেই লক্ষ্যেই এই পারবারিক সবজি বাগানগুলো স্থাপন করা হয়েছে।

[৬] হোসেনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করন, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ, বসতবাড়ির পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারিবারিক সবজি বাগান স্থাপন করা হয়েছে। করোনাকালে এসব বাগান পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের উৎস হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়