শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে বসেই কাজ করছেন ট্রাম্প, বললেন শিগগির ‘রিয়েল টেস্টে’ ফিরছি (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের প্রেসিডেন্সিয়াল স্যুটে বসে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের চিকিৎসক নেভি কমান্ডার ড. সিয়ান কনলে বলেছেন কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্টের স্বাস্থ্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। রেমডেসিভি প্রয়োগে সংক্রমণ কমছে। অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি। সিএনএন

[৩] ছবিতে দেখা যায় টেবিলে বসে কাজ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজেও টুইটে জানান এখন অনেকটা ভাল বোধ করছেন। বলেন খুব তাড়াতাড়ি ‘রিয়েল টেস্টে’ ফিরছি শিগগির। শারীরিক কিছু সমস্যার জন্য আমাকে হাসপাতালে আসতে হয়েছে।

[৪] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিক দুই শিবিরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত সেই লড়াইয়ে ফেরাকেই ‘রিয়েল টেস্ট’ বলতে চেয়েছেন ট্রাম্প।

[৫] ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে আপাতত হোয়াইট হাউসে আইসোলেশনে রাখ হয়েছে। যুক্তরাষ্ট্রে কোভিড রোগীদের রেমডেসিভির প্রয়োগ করে সুফল পাওয়ায় এর অনুমোদন দিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ট্রাম্প বলেছিলেন, রেমডেসিভির ওষুধে আশা জাগছে। এই ওষুধের উৎপাদন বাড়ানোর কথাও বলেছিলেন তিনি।

[৬] ইবোলার সংক্রমণ কার্যকরভাবে প্রতিরোধ করতে না পারায় এর আগে রেমডেসিভির পরীক্ষার স্তরেই রাখা হয়েছিল। গবেষকরা বলেছিলেন, সার্স ও মার্স ভাইরাসের সংক্রমণ রুখতে কিছুটা হলেও কাজে এসেছিল এই ড্রাগ। কোভিড চিকিৎসায় বিশ্বে যে ৭০ রকম ওষুধের সলিডারিটি ট্রায়াল চলছে তার মধ্যে প্রথমের সারিতেই রয়েছে গিলিয়েড সায়েন্সেসের এই অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির।

https://twitter.com/i/status/1312525833505058816

  • সর্বশেষ
  • জনপ্রিয়