শিরোনাম
◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে বসেই কাজ করছেন ট্রাম্প, বললেন শিগগির ‘রিয়েল টেস্টে’ ফিরছি (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের প্রেসিডেন্সিয়াল স্যুটে বসে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের চিকিৎসক নেভি কমান্ডার ড. সিয়ান কনলে বলেছেন কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্টের স্বাস্থ্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। রেমডেসিভি প্রয়োগে সংক্রমণ কমছে। অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি। সিএনএন

[৩] ছবিতে দেখা যায় টেবিলে বসে কাজ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজেও টুইটে জানান এখন অনেকটা ভাল বোধ করছেন। বলেন খুব তাড়াতাড়ি ‘রিয়েল টেস্টে’ ফিরছি শিগগির। শারীরিক কিছু সমস্যার জন্য আমাকে হাসপাতালে আসতে হয়েছে।

[৪] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিক দুই শিবিরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত সেই লড়াইয়ে ফেরাকেই ‘রিয়েল টেস্ট’ বলতে চেয়েছেন ট্রাম্প।

[৫] ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে আপাতত হোয়াইট হাউসে আইসোলেশনে রাখ হয়েছে। যুক্তরাষ্ট্রে কোভিড রোগীদের রেমডেসিভির প্রয়োগ করে সুফল পাওয়ায় এর অনুমোদন দিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ট্রাম্প বলেছিলেন, রেমডেসিভির ওষুধে আশা জাগছে। এই ওষুধের উৎপাদন বাড়ানোর কথাও বলেছিলেন তিনি।

[৬] ইবোলার সংক্রমণ কার্যকরভাবে প্রতিরোধ করতে না পারায় এর আগে রেমডেসিভির পরীক্ষার স্তরেই রাখা হয়েছিল। গবেষকরা বলেছিলেন, সার্স ও মার্স ভাইরাসের সংক্রমণ রুখতে কিছুটা হলেও কাজে এসেছিল এই ড্রাগ। কোভিড চিকিৎসায় বিশ্বে যে ৭০ রকম ওষুধের সলিডারিটি ট্রায়াল চলছে তার মধ্যে প্রথমের সারিতেই রয়েছে গিলিয়েড সায়েন্সেসের এই অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির।

https://twitter.com/i/status/1312525833505058816

  • সর্বশেষ
  • জনপ্রিয়