ডেস্ক রিপোর্ট: বসনিয়ার জঙ্গলে উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি সম্পর্কে খোঁজ নিচ্ছে সরকার। এ বিষয়ে সারায়েভোতে বাংলাদেশের অনারারি কনসাল কাজ করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার (৩ অক্টোবর) রাতে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশিদের সম্পর্কে প্রাথমিক তথ্য জানার জন্য আমাদের অনারারি কনসালকে বলেছি। তার দেওয়া রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা বাংলাদেশি কিনা তা যাচাই-বাছাই হবে এবং তারপরে নিয়ম অনুযায়ী প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।’
উল্লেখ্য, বসনিয়ার জঙ্গলে শতাধিক মানুষকে উদ্ধার করে ওই দেশের পুলিশ। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয় এদের মধ্যে ৫৩ জন বাংলাদেশি।বাংলা ট্রিবিউন