লিহান লিমা: [২] আগামী শুক্রবার এই বছরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
[৩] স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিউট এর পরিচালক ডেন স্মিথ বলেন, দীর্ঘদিন ধরে আগাম ধারণা করে আসলেও এ বছরের বিজয়ী নিয়ে কিছু আন্দাজ করতে পারছি না। তিনি মনে করছেন, ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতিসংঘও সম্ভাব্য বিজয়ী হতে পারে। সিএনএন
[৪] সবসময়ই নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের মনোনায়নের নাম গোপন রাখে। ৩১৮ প্রার্থীর মধ্যে ২১১জন ব্যক্তি ও ১০৭টি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়। [৫] টানা ১০ মাস মহামারী নিয়ে লড়াইয়ের জন্য বিজয়ীর খাতায় নাম লেখাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পদ্ধতিগত বর্ণবাদ ও পুলিশি নৃশংসতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ ওঠা ‘ব্ল্যাক লাইভস মুভমেন্ট’ও রয়েছে এই তালিকায়।
[৬] বাক-স্বাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজি) ও রিপোর্টাস উইদাউট বর্ডার এবং ব্যক্তিগতভাবে কোনো সাংবাদিকও এই পুরস্কার জিততে পারেন।
[৭] তবে নোবেল কমিটি সবসময় বৈচিত্রকে প্রাধান্য দিয়ে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা সুদানের আন্দোলন, ফোর্স ফর ফ্রিডম এন্ড চেঞ্জ (এফএফসি) এবং তরুণ অধিকার কর্মী আলা সালেহ বিচারকদের বিবেচনায় থাকতে পারেন।
[৮] কিছু কিছু নোবেল পর্যবেক্ষকরা মনে করছেন সম্প্রতি বিষাক্রান্ত হওয়া রুশ বিরোধী দলীয় রাজনীতিবিদ ও ক্রেমলিনের সমালোচক এই তালিকায় থাকতে পারেন। তারা বলছেন, বিষ আক্রান্ত হওয়ার পূর্বেই এই তালিকায় রয়েছেন নাভালনি। সম্পাদনা: ইকবাল খান