শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প নন, নোবেল শান্তি জিততে পারেন আর্ডের্ন, নাভালনি কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] আগামী শুক্রবার এই বছরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

[৩] স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিউট এর পরিচালক ডেন স্মিথ বলেন, দীর্ঘদিন ধরে আগাম ধারণা করে আসলেও এ বছরের বিজয়ী নিয়ে কিছু আন্দাজ করতে পারছি না। তিনি মনে করছেন, ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতিসংঘও সম্ভাব্য বিজয়ী হতে পারে। সিএনএন

[৪] সবসময়ই নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের মনোনায়নের নাম গোপন রাখে। ৩১৮ প্রার্থীর মধ্যে ২১১জন ব্যক্তি ও ১০৭টি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়। [৫] টানা ১০ মাস মহামারী নিয়ে লড়াইয়ের জন্য বিজয়ীর খাতায় নাম লেখাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পদ্ধতিগত বর্ণবাদ ও পুলিশি নৃশংসতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ ওঠা ‘ব্ল্যাক লাইভস মুভমেন্ট’ও রয়েছে এই তালিকায়।

[৬] বাক-স্বাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজি) ও রিপোর্টাস উইদাউট বর্ডার এবং ব্যক্তিগতভাবে কোনো সাংবাদিকও এই পুরস্কার জিততে পারেন।

[৭] তবে নোবেল কমিটি সবসময় বৈচিত্রকে প্রাধান্য দিয়ে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা সুদানের আন্দোলন, ফোর্স ফর ফ্রিডম এন্ড চেঞ্জ (এফএফসি) এবং তরুণ অধিকার কর্মী আলা সালেহ বিচারকদের বিবেচনায় থাকতে পারেন।

[৮] কিছু কিছু নোবেল পর্যবেক্ষকরা মনে করছেন সম্প্রতি বিষাক্রান্ত হওয়া রুশ বিরোধী দলীয় রাজনীতিবিদ ও ক্রেমলিনের সমালোচক এই তালিকায় থাকতে পারেন। তারা বলছেন, বিষ আক্রান্ত হওয়ার পূর্বেই এই তালিকায় রয়েছেন নাভালনি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়