তৌহিদুর রহমান : [২] শনিবার থানায় মাদক মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ।
[৩] এর আগে শুক্রবার দিবাগত রাতে ২৬০ পিস ইয়াবাসহ উপজেলার কুড়িপাইকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
[৪] খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত কায়কোবাদ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
[৫] আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহমেদ নিজামী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক আইনে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত কায়কোবাদের বিরুদ্ধে থানায় আরেকটি মাদকের মামলা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ