সমীরণ রায়: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর আরও বলেন, যারা এদেশের জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এদেশে ভারতীয় কোনো দালালের ঠাঁই নেই।
[৩] তিনি বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছে সে কি টিকতে পেরেছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে অনেক উন্নয়ন করেছে সে কি টিকতে পেরেছে? পারে নাই। যারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে, নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে। তেমনি এ সরকারও টিকতে পারবে না।
[৪] তিনি আরও বলেন, আমরা এখানে যারা আছি আমাদের সাথে তো পুলিশের শত্রুতা নেই। আপনারা তো আমাদেরই কারো না কারো ভাই, বন্ধু বা আত্বীয়। আপনারা থাকবেন দেশের অতন্দ্র প্রহরী। আপনারা জনগনের নিরাপত্তা দেবেন। আপনারা কেন শকুনের মতো মানুষের ওপর হামলা করবেন।
[৫] নুরুল হক নুর বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তারা পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে। তারা অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মত টাকা পকেটে ঢুকানোর জন্য আন্দোলনে নামেনি। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কার্যকর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। পাটকল শ্রমিকদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
[৬] শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন ও এককালীন পরিশোধের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।