শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচের দায়িত্বে কোর্টনি ওয়ালশ

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে হেড কোচের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের নারী দলে। উইন্ডিজ নারী দলের পেস বোলিং কোচ ও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই ক্যারিবীয় কিংবদন্তি।

[৩] ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই দুই বছর জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স দলও নজর রাখবেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৭৪৬ উইকেট শিকার করা এই পেসার।

[৪] এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওয়ালশ বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতির জন্য যেকোন ভাবে প্রতিদান দিতে চেষ্টা করেছি। আমার অভিজ্ঞতা, সাংগঠনিক এবং আমার ক্রিকেট সম্পর্কে জ্ঞান সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নারী দলে। দলের মধ্যে জয়ের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করব।”

[৫] প্রসঙ্গত যে, ২০১৬ সালের এপ্রিলে হিথ স্ট্রিক চলে যাওয়ার বিসিবি প্রায় পাঁচ মাস হন্যে হয়ে পেস বোলিং কোচের খোঁজ করেছিল। বিসিবির এ বোলিং কোচ সন্ধান শেষ হয় কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে। বেশ হইচই ফেলে ২০১৬ সালের সেপ্টেম্বরে পেস বোলিং কোচ হয়ে ক্যারিবীয় কিংবদন্তির বাংলাদেশে আসা।

[৬] তবে ওয়ালশের আগমন যতটা আলোড়ন তোলে, বিদায়টা সেভাবে ঠিক হয়নি। ২০১৯ বিশ্বকাপের পর তাঁর সঙ্গে বিসিবি আর চুক্তি নবায়ন করেনি। নিভৃতেই বিসিবি-অধ্যায় শেষ করেছেন উইন্ডিজ কিংবদন্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়