শাহীন খন্দকার ঃ [২] রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
[৩] সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শোক বার্তায় উপচার্য জানান ডা. মুহাম্মদ হোসেনকে তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
[৪] ডা. মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস (ইউরোলজি) ডিগ্রী অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী ও জ্ঞানলব্ধ কমপক্ষে ১৯টি প্রকাশনা রয়েছে।