ডেস্ক রিপোর্ট: চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে থাকা অবস্থায় সাবেক স্বামীর দেওয়া আগুনে পুড়ে এক ভিডিও নির্মাতার মৃত্যু হয়েছে।
সিচুয়ান প্রদেশের এ ঘটনায় নিহত লামুর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে।
টিকটকের চীনা ভার্সন ডুইনে ভিডিও বানাতেন ৩০ বছর বয়সী এই নারী। দগ্ধ হওয়ার পর দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান।
লামুর মৃত্যু নিয়ে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
ভিডিও বানিয়ে তারকাখ্যাতি পাওয়া লামুর ডুইন অ্যাকাউন্টে অসংখ্য ফলোয়ার রয়েছে। আনন্দমূলক ও গ্রামীণ জীবন নিয়ে পোস্ট দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। ক্যামেরায় মেকাপ বিহীন উপস্থিতির জন্য প্রশংসিত হন এই তারকা।
বেইজিং ইয়োথ ডেইলি জানায়, গত ১৪ সেপ্টেম্বর লামু লাইভ শুরুর পর তার ফোনের স্ক্রিন কালো হয়ে ওঠে। তার স্বামী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।
জিনচুয়ান কাউন্টির পাবলিক সিকিউরিটি ব্যুরোর এক বিবৃবিতে বলা হয়, দগ্ধ হওয়ার পর লামুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিচুয়ানের হাসপাতালে। ৩০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়েছে।
সূত্র : সমকাল