রাশিদুল ইসলাম : [২] গত জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে এই দুই এয়ারক্রাফ্ট এসে পৌঁছনোর কথা ছিল। যান্ত্রিক সমস্যার জন্য তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত দিল্লির মাটিতে অবতরণ করলো ওই দুটি আধুনিক প্রযুক্তির বোয়িং-৭৭৭ এয়ারক্রাফ্টের একটি এবং আরেকটি আসছে আজ শুক্রবার।
[৩] বোয়িং দুটি নিñিদ্র নিরাপত্তায় মোড়া। মিসাইল হামলা থেকে সুরক্ষা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বোয়িং বিমান ব্যবহার করেন সেই বোয়িং-৭৭৭ বিমানেরই আধুনিক সংস্করণ এ দুটি বিমান। ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সফরের জন্যই এমন দুটি বোয়িং-৭৭৭ বিমান কেনা হলো।
[৪] এই দুই বোয়িংয়ের পরিচালনা করবে ভারতের বিমান বাহিনী। এর আগে বিদেশে সফরের জন্য এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৪৭ বিমান ব্যবহার করতেন ভিভিআইপিরা। এয়ার ট্রাফিক কন্ট্রোলে এই বিমানের নাম (কল সাইন) ছিল এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের বিমান বাহিনী এই দুই বোয়িং নিয়ন্ত্রণের দায়িত্ব নিলে কল সাইন বদলে ‘এয়ার ফোর্স ওয়ান’ও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট যে বোয়িং-৭৭৭ বিমানে চেপে বিদেশ সফরে যান তার নাম বা কল সাইনও এটাই।
[৫] দুটি বিমানের সঙ্গে ভারতের ১৩৩০ কোটি রুপির চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। ৯,৭০০ থেকে ১৫,৮৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই বিমান। মাঝ আকাশেই তেল ভরার প্রযুক্তি রয়েছে এ বিমানের। প্রেসিডেন্টের জন্য আলাদা ঘর, কর্মী-অফিসারদের জন্য আলাদা ঘর। সাংবাদিকদের জন্য অফিসও রয়েছে। ফোন, টিভি, ফ্যাক্স, আকাশপথেও সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখার আধুনিক প্রযুক্তি রয়েছে এই বিমানে।