শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্লেস কিক ও ড্রপ কিক রাগবি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাহুল রাজ: [২] বাংলাদেশ রাগবি ইউনিয়নের ব্যবস্থাপনায় এবং পৃষ্ঠপোষকতায় আজ ০১ অক্টোবর সকাল ১০ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মাঠে আয়োজিত প্লেস কিক ও ড্রপ কিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

[৩] সকাল ১০ ঘটিকায় উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) তাসলিমা আক্তার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারন সম্পাদক মৌসুম আলী এবং যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমেদ ও রাগবি ফেডারেশন অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলো বিভিন্ন দলের খেলোয়ার ও কর্মকর্তাগন।

[৪] তানভীর হোসেন আপন (বাংলাদেশ আনসার ও ভিডিপি এর খেলোয়াড়) ১৫৬.৬ ফিট প্লেস কিক করে চ্যাম্পিয়ান হয় এবং রংপুর হতে আগত রংপুর রার্গাস ক্লাবের খেলোয়াড় ফজলে রাব্বী ১৩৬.৩ ফিট ড্রপ কিক করে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান ট্রফি, টি-শার্ট এবং রাগবী বল পুরস্কার উভয় খেলোয়াড়কে প্রদান করা হয়।

[৫] উল্লেখ্য যে এই প্রতিযোগীতায় ১১০ জন খেলোয়াড় অংশগ্রহন করে তার মধ্যে ১০ জন বিভিন্ন জেলা হতে আগত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়