শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে ফের টানাপোড়েন, নতুন উত্তেজনা ◈ ক্রিস্টাল প‌্যা‌লেস‌কে হা‌রি‌য়ে কারাবো কাপের সেমিফাইনা‌লে আর্সেনাল ◈ কুমিল্লায় শিক্ষকের উপস্থিতিতে প্রকাশ্যে বই খুলে অনার্স পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা ◈ রাজশাহীতে ওয়াসার পাইপলাইন বসাতে কাঁটা হচ্ছে শতাধিক কৃষ্ণচূড়া গাছের ডাল ◈ ২৯ ঘণ্টায় নির্বাচনী তহবিলের লক্ষ্যমাত্রা পূরণ: অনুদান নেওয়া বন্ধ করলেন ডা. তাসনিম জারা ◈ ১৮ বছর পর আজ সন্ধ্যায় লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমান ◈ কে এবং কেন গানম্যান পায়, যেভাবে আবেদন করবেন ◈ হাসিনাকে ফেরতের বিষয়ে নতুন তথ্য দিলেন পশ্চিমবঙ্গের নেতা ◈ নির্বাচনের ডামাডোলে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ◈ চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জামাল হোসেন খোকন: [২] চুয়াডাঙ্গা জীবননগর কারিগরি স্কুল এন্ড কলেজ সংলগ্ন জীবননগর–চুয়াডাঙ্গা মহাসড়কের পাশ থেকে বৃহস্প্রতিবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

[৩] থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, উপজেলার আমতলা এলাকার কারিগরি স্কুল এন্ড কলেজ সংলগ্ন জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

[৪] সুরতহাল রিপোর্টে দেখা গেছে নিহত ব্যক্তির ডান পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে যা পচন ধরে গেছে।

[৫] নিহতের পড়নে একটি চেক ছেড়া লুঙ্গি ছিলো। তাকে দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে সে মানসিক ভারসাম্যহীন ও দীর্ঘদিন অসুস্থ রাস্তায় ভবঘুরে ছিলো। জীবননগর থানার(ওসি) সাইফুল ইসলাম জানান,উপজেলার পিয়ারাতলার আমতলা এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তি মরহদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পরে আমি ঘটনাস্থল মরদেহটি উদ্ধার করে।

[৬] তিনি জানান, নিহতের মাথায় ও পায়ে ক্ষতের চিহ্ন পাওয়া পাওয়া গেছে যা অনেকটাই পুরোনো ক্ষত স্থানে পচন ধরে গেছে। এছাড়া এখনও তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

[৭] নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়