ইসমাঈল ইমু : [২] রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ আবুল কালাম (৪০) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গুলশান বিভাগ। এছাড়া গত ২৪ ঘন্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল কালাম কক্সবাজার থেকে ইয়াবাগুলো ক্রয় করে ঢাকায় নিয়ে আসছিলেন। পরে ঢাকার বিভিন্ন স্পটে ইয়াবাগুলো পৌছানোর কথা ছিল তার। এর আগেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
[৪] এদিকে পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২২ হাজার ৩০০ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৪৯৫ গ্রাম ২৮ পুরিয়া গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।