শিরোনাম
◈ অবসরে যে‌তে চান ক্রিশ্চিয়া‌নো রোনালদো ◈ গণভোট নিয়ে বিএনপি-জামায়াত মুখোমুখি, সংঘাতের আশঙ্কা ◈ সময় স্বল্পতার কার‌ণে বি‌পিএল থে‌কে আ‌মি ফরচুন ব‌রিশা‌লের নাম প্রত‌্যাহার ক‌রে‌ছি: মিজানুর রহমানের পোষ্ট ◈ এক বছরে পোশাক খাতে বড় ধাক্কা, বন্ধ শতাধিক কারখানা ও কাজ হারিয়েছেন লাখো শ্রমিক: বিজিএমইএ  ◈ মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন, একের পর এক বিস্ফোরণ ◈ জাহানারাদের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির ◈ দেশের ১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন ◈ এক ভিসায় ছয় দেশ ভ্রমণ: চালু হচ্ছে কবে? ◈ শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস ◈ জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েত আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

আনিস তপন: [২] কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গতকাল মঙ্গলবার মারা গেছেন। এরপরই দেশটির মন্ত্রিসভা প্রয়াত আমিরের সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির বলে ঘোষণা করেছে।

[৩] মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র ইন্তেকালে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

[৪] প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ উপলক্ষে আগামীকাল বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বৃহস্পতিবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থানার আয়োজন করা হবে।

প্রসঙ্গত, শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন। এর আগে ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির তত্বাবধান করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের কূটনীতির ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে ‘ডিন অব আরব ডিপ্লোম্যাসি’ বলা হতো বলে বিসিসির খবরে উল্লেখ করা হয়েছে। শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ গত জুলাই মাসে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়