রাশিদ রিয়াজ : এ রেলপথ যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে রেলপথে সংযুক্ত করবে। আলকান সীমান্তে ৪৫ মাইল স্থলপথ ও আলাস্কায় ৬০ মাইল পথ রেলপথে যুক্ত হবে। স্পুটনিক
প্রকল্পটি তদারকি করবে ফেডারেল, স্টেট ও স্থানীয় কর্তপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই টুইটে এ প্রকল্প অনুমোদনের কথা জানান। এক ইমেইল বিবৃতিতে আলবার্টার গভর্নর জ্যাসন কেনির মুখপাত্র ক্রিস্টিয়ানি মিয়াট বলেন আলবার্টা রাজ্য সরকার এ প্রকল্পে খুশির সঙ্গে সায় দিয়েছে। যাত্রী ছাড়াও জালানি তেল ও মালামাল পরিবহনে এ রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যালগেরি বিশ^বিদ্যালয়ের অর্থনীতিবিদ কেন্ট ফেলোস বলেন এর রেলপথ উভয় দেশের জন্যে বাজার সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে। গত জুলাই মাসে ওয়াশিংটন এ প্রকল্প ঘোষণা করে। এটুএ রেল এ ঘোষণা দেয়।