শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূঁজায় অনুমতি নিয়ে ক্ষোভ, পশ্চিমবাংলায় নতুন গাইডলাইন

রাশিদুল ইসলাম : [২] ভারতে দুর্গাপূঁজা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বিষয়টিকে ‘আনফেয়ার’ বলেছেন। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলেছেন, যে ভাবে রামলীলায় বিধি মেনে ছাড় দেওয়া হচ্ছে সে ভাবেই দুর্গাপূঁজাতে দেয়া হোক। নাহলে উত্তরপ্রদেশের বাঙালি হিন্দুদের সঙ্গে বৈষম্য করা হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] সোমবার উত্তরপ্রদেশ সরকার নির্দেশনা জারি করে বলেছে, এবছর রাস্তায় প্যান্ডেল করে দুর্গাপূঁজা করা যাবে না। বিসর্জন বা অন্য কোনও দিন কোনও শোভাযাত্রা করা যাবে না। যোগী সরকারের পরামর্শ, কোভিডের কারণে এবার বাড়িতে বসেই পূঁজা উপভোগ ও প্রয়োজনে ছোট প্রতিমা এনে ঘরে পূঁজা করতে হবে।

[৪] তবে রামলীলা উত্তরপ্রদেশের বহু প্রাচীন উৎসব বলে দূরত্ব মেনে তা আয়োজনের অনুমতি দিয়ে উত্তরপ্রদেশ সরকার বলেছে কোনও ভাবেই যেন এক জায়গায় এক সঙ্গে ১০০-র বেশি লোক না জড়ো হয়। পশ্চিম বাংলায় তৃণমূলের কর্মীরা বলছেন এই হল বিজেপি। যারা দুর্গাকে সম্মান দেয় না রামকে দেয়। এরা আসলে বাঙালি বিদ্বেষী।

[৫] এদিকে পশ্চিমবাংলায় কোভিডে মৃতদের শেষকৃত্যে পরিবারের সর্বোচ্চ ৬ জন অংশ নিতে পারবে বলে নতুন ও পরিবর্তিত গাইডলাইন দিয়েছে সেখানকার স্বাস্থ্যদফতর। পরিজনদের উপস্থিতির পাশাপাশি আরও বেশ কিছু নতুন গাইডলাইন উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতর প্রকাশিত এই নির্দেশিকায়।

[৬] নিমতলা, ধাপা এবং বিরজুনালা ছাড়া অন্য কোনও শ্মশানে বা বাড়িতে কোভিড রোগীর দেহ নিয়ে যাওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়