শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূঁজায় অনুমতি নিয়ে ক্ষোভ, পশ্চিমবাংলায় নতুন গাইডলাইন

রাশিদুল ইসলাম : [২] ভারতে দুর্গাপূঁজা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বিষয়টিকে ‘আনফেয়ার’ বলেছেন। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলেছেন, যে ভাবে রামলীলায় বিধি মেনে ছাড় দেওয়া হচ্ছে সে ভাবেই দুর্গাপূঁজাতে দেয়া হোক। নাহলে উত্তরপ্রদেশের বাঙালি হিন্দুদের সঙ্গে বৈষম্য করা হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] সোমবার উত্তরপ্রদেশ সরকার নির্দেশনা জারি করে বলেছে, এবছর রাস্তায় প্যান্ডেল করে দুর্গাপূঁজা করা যাবে না। বিসর্জন বা অন্য কোনও দিন কোনও শোভাযাত্রা করা যাবে না। যোগী সরকারের পরামর্শ, কোভিডের কারণে এবার বাড়িতে বসেই পূঁজা উপভোগ ও প্রয়োজনে ছোট প্রতিমা এনে ঘরে পূঁজা করতে হবে।

[৪] তবে রামলীলা উত্তরপ্রদেশের বহু প্রাচীন উৎসব বলে দূরত্ব মেনে তা আয়োজনের অনুমতি দিয়ে উত্তরপ্রদেশ সরকার বলেছে কোনও ভাবেই যেন এক জায়গায় এক সঙ্গে ১০০-র বেশি লোক না জড়ো হয়। পশ্চিম বাংলায় তৃণমূলের কর্মীরা বলছেন এই হল বিজেপি। যারা দুর্গাকে সম্মান দেয় না রামকে দেয়। এরা আসলে বাঙালি বিদ্বেষী।

[৫] এদিকে পশ্চিমবাংলায় কোভিডে মৃতদের শেষকৃত্যে পরিবারের সর্বোচ্চ ৬ জন অংশ নিতে পারবে বলে নতুন ও পরিবর্তিত গাইডলাইন দিয়েছে সেখানকার স্বাস্থ্যদফতর। পরিজনদের উপস্থিতির পাশাপাশি আরও বেশ কিছু নতুন গাইডলাইন উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতর প্রকাশিত এই নির্দেশিকায়।

[৬] নিমতলা, ধাপা এবং বিরজুনালা ছাড়া অন্য কোনও শ্মশানে বা বাড়িতে কোভিড রোগীর দেহ নিয়ে যাওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়