শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন বিষয় নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টায় বিএনপি: ওবায়দুল কাদের

শরীফ শাওন: [২] আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, দেশ নয় বরং বিএনপি দুঃসময় পার করছে। তারা সাম্প্রদায়িত চেতনা লালন করে।

[৩] তিনি বলেন, বিএনপি করোনা থেকে রাজনৈতিক ইস্যু খোঁজার চেষ্টা করছে। যারা আশঙ্কা করেছিলের প্রচুর মানুষ মারা যাবে, সেটা হয়নি বলে তারা হতাশ হয়েছেন।

[৪] মঙ্গলবার সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

[৫] কাদের বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দুরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পরিবারের মেধা, সাহস ও সততার প্রতীক। যিনি সরকার প্রধান হয়েও অতি সাধারণ জীবন যাপনে নিজেকে করে তুলেছেন অসাধারণ। যিনি সরকার প্রধানের সন্তান বলে কোনও প্রশ্রয় পায়নি, সৃস্টি করেনি হাওয়া ভবন।

[৬] তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশা করি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সব সদস্য সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে। দলের নেতাকর্মীরা করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা স্মরণীয়।

[৭] শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও পরীক্ষার বিষয়ে বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। অভিভাবকসহ শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে।

[৮] স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ জমাকৃত কমিটি দলীয় সভাপতির সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়