শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল, ভলিবল খেলোয়াড়ও তুলে আনবেন মাশরাফী

ডেস্ক রিপোর্ট: শুধু ক্রিকেট নয়। দেশের জন্য নড়াইল থেকে জাতীয় পর্যায়ে ফুটবল ও ভলিবল খেলোয়াড় তুলে আনার পরিকল্পনা মাশরাফীর। এ জন্য নড়াইলের তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সময় সংবাদে সরাসরি আলোচনা অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সময়টিভি

ক্রিকেটার হলেও, এখন সময় কাটছে রাজনীতিতে। খুব কাছ থেকে সাধারণ মানুষের সেবার করার সুযোগ পাওয়ায় রাজনীতি'ও বেশ উপভোগ করছেন বলে জানান ম্যাশ। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে।

গল্পটা ২০১৮ সালের। ক্রিকেটার মাশরাফী ২২ গর্জের মাঠ থেকে রাজনীতিতে। নড়াইল -২ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব আছেন প্রায় দুই বছর। তার আগে এক বছরের মাথায় করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্চের মুখে পড়েন। মাঠের ক্রিকেটের নেতৃত্বের মতো এখানেও, দারুণ ভাবে নিজেকে মেলে ধরেন ম্যাশ। খুব অল্প সময়ে নড়াইল বাসীর হৃদয় জিতেছেন। সাধারণ মানুষদের খুব কাছ গিয়ে সেবা করে সামাজিকমাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। ক্রিকেটার মাশরাফী থেকে রাজনৈতিক ব্যক্তিগত। জীবন কি বদলেছে। না, বরং উপভোগ করছেন ম্যাশ।

ক্রিকেট মাশরাফী রক্তে মিশে আছে। দেশের অনেক স্বরণীয় গল্পের রচনা করেছিলেন। এবার স্বপ্ন দেখেন তার মতো নড়াইল থেকে আরো খেলোয়াড় উঠে আসবে। প্রতিনিধিত্ব করবে লাল সবুজের দেশের। সে জন্য তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতে কাজ করছে মাশরাফী নড়াইল ফাউন্ডেশন। তবে, এ ক্ষেত্রেও মাশরাফীর চিন্তা ভাবনা এক্কেবারে ভিন্ন সবার থেকেই আলাদা। কারণ শুধু ক্রিকেট নিয়ে নয়। দেশের জাতীয় পর্যায়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় তৈরির পটরিকল্পনা ম্যাশের। এছাড়াও নড়াইলের নারী অ্যাথলেটিদের জন্য বিষেশ ভাবনা আছে মাশরাফীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়