যশোর প্রতিনিধি: [২] বিষয়টি নিশ্চিত করেছেন শিশু উন্নয়ন কেন্দ্রের মেডিকেল সহকারী নজির আহমেদ। সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।
[৩] বন্দি রাজু ফরিদপুরের বোয়ালমারী এলাকার আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। তিন সপ্তাহ আগে পেঁয়াজ চুরির একটি মামলায় ফরিদপুর থেকে তাকে যশোর কেন্দ্রে পাঠানো হয়।
[৪] কেন্দ্রের মেডিকেল সহকারী নজির আহমেদ বলেন, সকালে বন্দি রাজু বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ডা. সোলায়মান কবীরকে দেখানো হয়। এরপর রাজুকে কেন্দ্রের মাইক্রোবাসের ভেতরে রেখে ওষুধ কিনতে যাই। এ সময় বাইরে থেকে মাইক্রোর দরজা লক করে রাখা হয়। ফিরে এসে দেখি সে গাড়িতে নেই। ভেতর থেকে লক খুলে সে পালিয়ে গেছে।
[৫] যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) জাকির হোসেন বলেন, আমাদের কর্মীরা বাসস্ট্যান্ড, টার্মিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে বন্দি রাজু বিশ্বাসকে খোঁজাখুঁজি করেছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ