শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটেনকে বর্জ্যভর্তি কনটেইনার ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা

লিহান লিমা: [২] শ্রীলঙ্কার প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ বর্জ্য স্থানান্তর বিষয়ক আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যুক্তরাজ্য এসব বর্জ্য পাঠিয়েছিল। তাই গত শনিবার এগুলো যুক্তরাজ্যের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। আল জাজিরা/এএফপি

[৩]২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে ২১টি কনটেইনারে ২৬০ টন বর্জ্য কলম্বো বন্দরে পাঠানো হয়েছিল। মূলত কনটেইনারগুলোতে ব্যবহৃত তোশক, কার্পেট ও কম্বল থাকার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্য এসবের সঙ্গে হাসপাতালের বর্জ্যও পাঠিয়ে দিয়েছিল।

[৪]কাস্টমসের মুখপাত্র সুনিল জয়ারত্মে বলেন, ‘জাহাজি প্রতিষ্ঠান ২১টি কনটেইনার ফেরত নিতে রাজি হয়েছে। যারা এগুলো এনেছে আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কাজ করছি।’

[৫] কী ধরণের বর্জ্য ছিলো তা শ্রীলঙ্কা সরাসরি জানায় নি। তবে কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ ধরনের যেসব অবৈধ বর্জ্য এসেছিল তার মধ্যে ময়লা কাপড়, ব্যান্ডেজ, মৃতদেহের অংশ ইত্যাদি ছিল।

[৬]ওই ২১টি ছাড়াও আরো ২৪২টি অবৈধ বর্জ্যভর্তি কন্টেইনার যুক্তরাজ্য থেকে কলম্বোর একই বন্দরে একই সময়ে এসেছিল। এগুলো রাজধানীর বাইরে একটি উন্মুক্ত বাণিজ্যিক এলাকায় রাখা আছে। যা ফেরাতে কাজ করছে দেশটির সরকার।

[৭]গত বছর শ্রীলঙ্কার সরকারের তদন্তে দেখা গিয়েছে প্রায় ৩ হাজার টনের অবৈধ বর্জ্য আমদানির মাধ্যমে দেশটিতে এসেছে। এর মধ্যে ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে প্রায় ১৮০টন বর্জ্য ভারত ও দুবাইতে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি কয়েক বছর ধরেই এশিয়ার দেশগুলো ধনী দেশগুলোর বর্জ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে এসব কনটেইনার পুনরায় ফেরত পাঠাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়