শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটেনকে বর্জ্যভর্তি কনটেইনার ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা

লিহান লিমা: [২] শ্রীলঙ্কার প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ বর্জ্য স্থানান্তর বিষয়ক আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যুক্তরাজ্য এসব বর্জ্য পাঠিয়েছিল। তাই গত শনিবার এগুলো যুক্তরাজ্যের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। আল জাজিরা/এএফপি

[৩]২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে ২১টি কনটেইনারে ২৬০ টন বর্জ্য কলম্বো বন্দরে পাঠানো হয়েছিল। মূলত কনটেইনারগুলোতে ব্যবহৃত তোশক, কার্পেট ও কম্বল থাকার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্য এসবের সঙ্গে হাসপাতালের বর্জ্যও পাঠিয়ে দিয়েছিল।

[৪]কাস্টমসের মুখপাত্র সুনিল জয়ারত্মে বলেন, ‘জাহাজি প্রতিষ্ঠান ২১টি কনটেইনার ফেরত নিতে রাজি হয়েছে। যারা এগুলো এনেছে আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কাজ করছি।’

[৫] কী ধরণের বর্জ্য ছিলো তা শ্রীলঙ্কা সরাসরি জানায় নি। তবে কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ ধরনের যেসব অবৈধ বর্জ্য এসেছিল তার মধ্যে ময়লা কাপড়, ব্যান্ডেজ, মৃতদেহের অংশ ইত্যাদি ছিল।

[৬]ওই ২১টি ছাড়াও আরো ২৪২টি অবৈধ বর্জ্যভর্তি কন্টেইনার যুক্তরাজ্য থেকে কলম্বোর একই বন্দরে একই সময়ে এসেছিল। এগুলো রাজধানীর বাইরে একটি উন্মুক্ত বাণিজ্যিক এলাকায় রাখা আছে। যা ফেরাতে কাজ করছে দেশটির সরকার।

[৭]গত বছর শ্রীলঙ্কার সরকারের তদন্তে দেখা গিয়েছে প্রায় ৩ হাজার টনের অবৈধ বর্জ্য আমদানির মাধ্যমে দেশটিতে এসেছে। এর মধ্যে ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে প্রায় ১৮০টন বর্জ্য ভারত ও দুবাইতে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি কয়েক বছর ধরেই এশিয়ার দেশগুলো ধনী দেশগুলোর বর্জ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে এসব কনটেইনার পুনরায় ফেরত পাঠাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়