শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাদক সেবন করবেন- আবার পুলিশে চাকরি করবেন তা হবে না’

বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, মাদক সেবন করবেন- আবার পুলিশে চাকরি করবেন তা হবে না। আকস্মিক ডোপ টেস্টে কোন পুলিশের বিরুদ্ধে মাদকের সংশ্লষ্টিতা পেলে তাকে শুধু চাকরিচ্যুত-ই নয়, তার বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা হবে। তাই মাদক মুক্ত সমাজ গড়ার আন্দোলনে নামার আগে নিজেকে মাদক মুক্ত রাখতে প্রতিটি পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান তিনি।

রবিবার দুপুরে বরিশাল বিএম কলেজের অডিটরিয়ামে মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

অতিরিক্ত উপ-কমিশনার (সদর-দপ্তর) রুনা লায়লার সঞ্চালনায় কল্যাণ সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-কমিশনার (নগর বিশেষ শাখা) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম ও উপ-কমিশনার (গোয়েন্দা) মো. মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। জনতার পুলিশ হতে হলে, নারী বান্ধব পুলিশ হতে হবে, আস্থাভাজন পুলিশ হতে হবে, নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে।

কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়