শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর কোভিড পরিস্থিতিতে নিম্ন আয়ের ১১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল বিএফএফ

এস.এম আকাশ: [২] ফরিদপুর এএলআরডির সহযোগীতায় করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন আয়ের ১১০টি পরিবার কে মানবিক খাদ্য সহয়তা প্রদান করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসারিজ ফ্রেন্ডশিট ফোরাম (বিএফএফ)।

[৩] শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের আলীপুরস্থ বিএফএফ এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেনিফিসারিজ ফ্রেন্ডশিট ফোরাম (বিএফএফ) এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।

[৪] এসময় উপস্থিত ছিলেন বিএফএফ এর নির্বাহী কমিটির সভাপতি সমাজ সেবার সাবেক উপ-পরিচালক শহিদল্লা,সদর উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ঢ়ড়ি এর নির্বাহী পরিচালক মো. হাফিজ মন্ডল । খাদ্য সহায়তা হিসেবে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ টি সাবান ও ৪টি মাস্ক প্রদান করা হয়।

[৫] প্রধান অতিথি বলেন, আগামী শীত মৌসুমে করোনার প্রভাব আরো বৃদ্ধি পেতে পারে, তাই আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত দুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এসময় তিনি করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ম আয়ের মানুষকে খাদ্য সহয়তা প্রদান করায় বিএফএফকে ধন্যবাদ জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়