রিয়াজ মাহমুদ বিনু: [২] লক্ষ্মীপুরের রামগতিতে চর সেকান্দর এলাকার পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিনম্র চন্দ্র দাসের স্ত্রী দিপালী রানী দাস (৩০) বাদী হয়ে (২৪ সেপ্টেম্বর) একই এলাকার আবু তাহের (৫০) মো.বাবুল (২৫) দুলাল (৫০), শ্যামল (১৮) কে বিবাদী করে হত্যার হুমকির অভিযোগ করে রামগতি থানায় একটি সাধারণ ডাইরী করে।
[৩] ডাইরী নং ৯১৫, ডাইরী সুত্রে জানা যায়,উক্ত বিবাদীগনের সাথে দীর্ঘ দিন যাবত তাদের পরিবারের মালিকীয় জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। বিবাদীগন, তাদের মালিকীয় ভুমি জোর পূর্বকভাবে দখল করার অপচেষ্টা করে এবং বিবাদীগনকে উক্ত ভুমি স্বেচ্ছায় ছাড়িয়া না দিলে তাদের পরিবারের সদস্য মরনী রানীসহ অন্যান্য সদস্যদেরকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। বর্তমানে বাদী দিপালী রানী দাসের পরিবারের সদস্যগণ নিরাপত্তাহীনতায় এবং আতঙ্কীত অবস্থায় দিনাতিপাত করছে। সম্পাদনা: সাদেক আলী