শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের সেকেন্ড ওয়েভে সাধারণ ছুটিতে না যেয়ে ভ্যাকসিন, শীতকালীন রোগপ্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হবে সরকার

তাপসী রাবেয়া:[২] সপ্তাহজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদমালেক, আন্তঃমন্ত্রণালয় সভা সব জায়গায় প্রধান্য দিয়ে আলোচনা হচ্ছে করোনার দ্বিতীয় সংক্রমণ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে আসতে পাওে ধাক্কা। আর তারই প্রস্তুতি নিচ্ছে সরকার।

[৩] সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্ত্বে মন্ত্রীসভার বৈঠকে প্রাধান্য দেয়া হয়েছে করোনার দ্বিতীয় সংক্রমণ ধাপে সরকারের প্রস্তুতি বিষয়ে। বুধবার আন্তঃমন্ত্রণালয়ের জরুরী বৈঠক করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এখনে প্রতিটি মন্ত্রণালয়কে আলাদা আলাদা করে ১৫ দিনের মধ্যে কর্মপরিকল্পনা তৈরী করতে বলা হয়েছে।

[৪]স্বাস্থ্যমন্ত্রণালয় সুত্র বলছে, বেশ কয়েকদিন ধরে দ্বিতীয় সংক্রমণ মোকাবেলায় দফায় দফায় বৈঠক হচ্ছে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রস্তুতি নিয়ে রেখেছি।আমরা জোর দিচ্ছি ভ্যাকসিন পাওয়ার জন্য। বিশ্বের নয়টি কোম্পানির মধ্যে পাঁচ কোম্পানির সঙ্গে প্রায় কথা পাকা করে রেখেছে সরকার।

[৬]স্বাস্থ্যমন্ত্রণালয়ের সুত্রমতে, করোনাভাইরাস ভ্যাকসিন বাজারে আসা মাত্র দ্রুততম সময়ে তা বাজাওে নিয়ে আসা। ঠান্ডাজনিত রোগ বা ইনফ্লুয়েঞ্জার টিকা ও ঔষধের পর্যাপ্ত সরবারহ সহজলভ্যতা নিশ্চিত করা হবে।

[৭]করোনা চিকিৎসা মোকাবেলায় যে ওষুধ ব্যবহার হচ্ছে সেসব পর্যাপ্ত পরিমানে উৎপাদনে রাখা।পিসিআর টেস্টের পাশাপাশি এন্টিজেন টেস্ট করা হবে।প্রতিটি জেলায় একাধিক পরীক্ষাগার চালু করা।

[৮] যেসব হাসপাতালকে কোভিড বিশেষায়িত হাসপাতাল করা হয়েছিল প্রয়োজনে আবারও তা করা হবে।স্বাস্থ্যবিধি মানতে কঠোরতা প্রদর্শন করবে সরকার। এর অংশ হিসেবে মাস্ক ছাড়া বাইওে দেখা গেলে জরিমানা বা শাস্তির ব্যবস্থা করা হতে পারে।

[৯] কোনো ধরনের পিকনিক, জনসমাবেশ বা বিয়েতে অনেক মানুষের উপস্থিতি বন্ধ করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়