শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯: অ্যান্টিবডি টেস্ট নিয়ে এখনই ভাবছে না সরকার

বিডিনিউজ ২৪.কম : নতুন করোনাভাইরাস পরীক্ষার বাড়ানো ও দ্রুত ফল পেতে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিলেও দেশে সংক্রমণের সামগ্রিক চিত্র পেতে অ্যান্টিবডি টেস্টের বিষয়ে এখনই ভাবছে না সরকার।

অ্যান্টিজেন টেস্টের কার্যকারিতা দেখে অ্যান্টিবডি টেস্ট অনুমোদন দেওয়ার বিষয়ে চিন্তা করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

তিনি বলেন, “মাত্র আমরা অ্যান্টিজেন টেস্ট দিলাম। এটা তো এখনও চালুই হয় নাই। এটা আগে কার্যকর হোক, শুরু হোক আমরা দেখি কী দাঁড়ায়।

“তারপর অ্যান্টিবডি টেস্টের বিষয়ে চিন্তা-ভাবনা করা যাবে। আমরা চাই, মানুষ বেশি বেশি উপকার পাক। মানুষে যেটা দিয়ে বেশি উপকার পায় আমরা সেটাই করব।”

মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে মুখ বা নাক থেকে নমুনা নিয়ে অ্যান্টিজেন টেস্ট করা হয়। অন্যদিকে শরীরে রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা দেখতে নমুনা হিসেবে রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হয়।

অ্যান্টিজেন ও অ্যান্টিবডি দুটোই র‌্যাপিড টেস্ট। তবে অ্যান্টিজেনের ফলাফল পাওয়া যায় ৩০ থেকে ৪০ মিনিটের মাথায়। অ্যান্টিবডি টেস্টের ফলাফল পেতে কয়েক ঘণ্টা লাগে।

দেশে নতুন করোনাভাইরাস সংক্রমণের পুরো চিত্র সঠিকভাবে বুঝতে অ্যান্টিবডি টেস্ট চালুর পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

এই ভাইরোলজিস্ট বলেন, “যাদের অ্যান্টিবডি আছে তাদের পরবর্তীতে করোনাভাইরাস আক্রমণ করবে না- এটা মোটামুটি জানা যেত।

“একটা জনগোষ্ঠীর মধ্যে কতভাগ লোক অ্যান্টিবডি নেগেটিভ, এই রোগের ঝুঁকিতে আছে তা বোঝা যেত। তারা নিজেরাও বুঝতে পারত ঝুঁকিতে আছে। সে হিসেবে সতর্কতা অবলম্বন করতে পারত।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়