শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন দল ঘোষণা

রাহুল রাজ: [২] চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ধরে রাখার মিশনে নতুন দল প্রস্তুত করছে বাংলাদেশ। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে করোনাকালে যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

[৩] আর সেই ক্যাম্পের জন্যে ২৮ সদস্যের নতুন দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে থাকা সদস্যদের নিয়ে চারটি গ্রুপ তৈরি করা হবে। যারা আলাদা ভাবে অনুশীলন শুরু করবেন। এর আগে ২৯ সেপ্টেম্বর তাদের করোনা পরীক্ষা করানো হবে। এরপর অনুশীলন শুরু করবেন। পরের মাসে ১৯ থেকে ২৬ তারিখের মধ্যে অক্টোবর নিজেদের মধ্যে একদিনের পাঁচটি ম্যাচ খেলবেন তারা।

[৪] এই স্কোয়াডে জায়গা হয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া আছেন মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসানরাও।

[৫] এক নজর অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড:
মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়