শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন দল ঘোষণা

রাহুল রাজ: [২] চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ধরে রাখার মিশনে নতুন দল প্রস্তুত করছে বাংলাদেশ। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে করোনাকালে যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

[৩] আর সেই ক্যাম্পের জন্যে ২৮ সদস্যের নতুন দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে থাকা সদস্যদের নিয়ে চারটি গ্রুপ তৈরি করা হবে। যারা আলাদা ভাবে অনুশীলন শুরু করবেন। এর আগে ২৯ সেপ্টেম্বর তাদের করোনা পরীক্ষা করানো হবে। এরপর অনুশীলন শুরু করবেন। পরের মাসে ১৯ থেকে ২৬ তারিখের মধ্যে অক্টোবর নিজেদের মধ্যে একদিনের পাঁচটি ম্যাচ খেলবেন তারা।

[৪] এই স্কোয়াডে জায়গা হয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া আছেন মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসানরাও।

[৫] এক নজর অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড:
মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়