শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিব্বতে মিলেছে ‘সামরিক কায়দার প্রশিক্ষণ শিবির’, থাকতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ

সিরাজুল ইসলাম: [২] রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, সরকারের নথি এবং স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনের জেমসটাউন ফাউন্ডেশন। বিশেষজ্ঞরা এটাকে শ্রম শিবির বলে মনে করছেন। এটাকে জিনঝিয়াং প্রদেশে উইঘুর মুসলিম শিবিরের সঙ্গে তুলনা করা হচ্ছে। রয়টার্স

[৩] স্বশাসিত তিব্বতের নির্বাসিত প্রেসিডেন্ট লবসাং সাঙ্গাই বলেন, সেখানকার বাসিন্দাদের শিক্ষার নামে শ্রম শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে। গবেষণা প্রতিবেদনটির লেখক আদ্রিয়ান জেনজ। তিনি তিব্বত ও জিনজিয়ান প্রদেশ বিষয়ক বিশেষজ্ঞ। তিনি বলেন, জানুয়ারিতে শিবিরগুলোতে পাঁচ হাজার মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা কৃষক ও পশুপালক। কারা তিব্বতে এবং কারা মূল ভূখন্ডে কাজ করতে পারবে, তাও নির্ধারণ করে দিয়েছে শিবির কর্তৃপক্ষ।

[৪] প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো কর্মশৃঙ্খলা, চীনা ভাষা ও কর্ম নৈতিকতার উন্নয়ন। এছাড়া অলস মানুষদের কাজে মনোযোগী করাও এর অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণ শেষে বেশিরভাগ মানুষকে কাপড় উৎপাদন, নির্মাণ ও কৃষিতে কম মজুরির কাজে নিয়োগ করা হয়।

[৫] তিব্বত দুর্গম ও বৌদ্ধ অধ্যুষিত অঞ্চল। সেখানকার বাসিন্দারা সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতা হরণ করার অভিযোগ করে আসছে। বেইজিং বলছে, হিমালয়ের পাদদেশের অঞ্চলটির উন্নতি ও সমৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের অন্তবর্তী শিবিরে আটক রাখা, নজরদারি, ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসে বাধা এবং জোর করে বন্ধ্যাকরণের নানা অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়