জাকির আকন: [২] বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুপুর আনুমানিক ১২টার দিকে তাড়াশ- ভুইয়াগাতী আঞ্চলিক সড়কে বাসের নিচে চাপা পড়ে শাহরিয়ার (২০) নামে এক যুবক ানহত হয়েছে । নিহত যুবক উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের কৃষক মো. শফিকুল ইসলাম শফির পুত্র ।
[৩] প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর ) সিরাজগঞ্জের তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনা বাসটি তাড়াশ- ভুইয়াগাতী সড়কের ধাপের ব্রীজের নিকট পৌছালে পার্শ্ব রাস্তা থেকে আসার পথে সাইকেল আরোহী শাহরিয়ার (২০)কে চাপা দেয় এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক বাসটি সড়কের সরাতলা নামক স্থানে রেখে চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় লাশটি ঘটনাস্থলেই পড়েছিল। সম্পাদনা: সাদেক আলী