রাশিদ রিয়াজ : আন্তর্জাতিক বাজারে কোভিডের কারণে তেলের সর্বোচ্চ দর পতনের সুযোগ ভারত গ্রহণ করেছে যথাযথভাবে। ব্যারেল প্রতি ১৯ ডলার দরে তেল কিনে ভারত ইতিমধ্যে সর্বোচ্চ মজুদ গড়ে তুলেছে। দেশটির জালানি মন্ত্রণালয় বলছে এতে ৭’শ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। ভারতের এ তেল মজুদের পরিমান ১৬.৭১ মিলিয়ন ব্যারেল। বিশাখাপট্টম, পদুর ও ব্যাঙ্গালুরে এ তেল মজুদ করে রাখা হয়েছে। ভারতের সংসদে বিষয়টি জানান দেশটির তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আরটি
গত জানুয়ারিতে যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দর ছিল ব্যারেল ৬০ ডলার, কোভিডে তা নেমে যায় ১৯ ডলারে। বিশে^ সর্ববৃহৎ তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত এ সুযোগ নিতে পিছপা হয়নি। এবছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভারত সস্তা দরে তেল কিনে পরিশোধ করেছে ১২.৪ বিলিয়ন ডলার। অথচ গত বছর ৩৬.২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছিল ভারতকে ৭৪.৯ মিলিয়ন টন তেল কিনতে। কোভিডের সময় ভারতে তেলের চাহিদা হ্রাস পায় ৬০ শতাংশ।