শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়ালো, ট্রাম্প বললেন ‘লজ্জাজনক’

লিহান লিমা: [২] বাংলাদেশ সময় বুধবার সকাল ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারানোর সংখ্যা ২ লাখ ৫ হাজার ৪৭১। আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন। রয়টার্সের জরিপ বলছে, দেশটিতে প্রতিদিন ৮’শরও বেশি করোনায় প্রাণ হারাচ্ছেন। আরেকটি জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ হাজার বাসিন্দার মধ্যে ৬ জন করোনায় মারা যাচ্ছেন, যা উন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার। রয়টার্স/এপি/সিএনএন/গার্ডিয়ান

[৩]ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আগাম সমীক্ষা বলছে, এই বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ ৭৮ হাজারে পৌঁছতে পারে। বিশেষ করে ডিসেম্বরে প্রতিদিন মৃত্যুর সংখ্যা হতে পারে ৩ হাজার।
[৪]যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর বলেছে, দেশটিতে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশেরই বয়স ছিলো ৬৫’র ওপরে।

[৫]এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো দাবী করছেন, তিনি খুব ভালোভাবেই তার দায়িত্ব পালন করেছেন। উপরুন্তু এই ‘লজ্জাজনক’ মৃত্যু হারের জন্য চীনকে এককভাবে দোষারোপ করছেন তিনি।

[৬]টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, ‘এটিকে শুধুমাত্র খারাপ বলা যায় না। এই হার অকল্পনীয়। মহামারীর এই বিপর্যয় আমরা কখনোই ভুলতে পারবো না।’

[৭]হিউস্টনের শরীরবিদ ডাক্তার কার্ডিক ডার্ক বলেন, ‘বিশ্বনেতারা সবাই মহামারীর পরীক্ষা দিয়েছেন। কেউ সফল হয়েছেন আবার কেউ ব্যর্থ হয়েছে। আমরা খুবই জঘন্যভাবে পরাজিত হয়েছি।’

[৮]বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বজুড়েই এই সপ্তাহে সবচেয়ে বেশি নতুন সংক্রমণ হয়েছে। ইউরোপে করোনার দ্বিতীয় মাত্রার সংক্রমণ জোরদার হওয়ায় দেশগুলো পুনরায় লকডাউনে ফিরে যাচ্ছে।

[৯]বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৬৪জন। মারা গিয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৪৭১জন। জনসংখ্যার মাথাপিছু হারে করোনায় সবচেয়ে প্রাণহানি ঘটেছে পেরু, বলিভিয়া, চিলি, স্পেন ও ব্রাজিলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়