শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ছাগল মৃত্যুর ঘটনায় ড্রাইভারকে পিটিয়ে হত্যা করে ট্রাক লুট, আটক-৫

এইচ এম শাহনেওয়াজ: [২] রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ছাগল মৃত্যুর অপবাদে আবু তালেব (৩৫) নামের এক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৫ জনেক আটক করেছেন।

[৩] অপরদিকে নিহত ট্রাক চালকের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

[৪] শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৫] নিহত আবু তালেব বাগাতিপাড়া উপজেলার ওয়ালিপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তবে সে গত কয়েক বছর থেকে স্ত্রী-সন্তান নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া তেল পাম্প এলাকায় শ্বশুরবাড়ীতে থাকেন।

[৬] জানা গেছে, নিহত ট্রাক ড্রাইভার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে মাল বোঝাই করে ঢাকা যাচ্ছিল। পথে তাহেরপুরের কাছাকাটি একটি ছাগল ট্রাকের ধাক্কায় মারা যায়। এ ঘটনায় ওই এলাকার ২০-২৫ জন লোক মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় আটক করে। সে সময় হেলপার পালিয়ে গেলে তারা চালককে পিটিয়ে গুরুতর আহত করে এবং চালকের নিকট থাকা নগদ টাকা মোবাইলসেট ও ট্রাকের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ওই চালককে মূমূর্ষ অবস্থায় পুঠিয়া স্বাস্থ্যা কেন্দ্রে আনলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

[৭] রাজশাহী জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল বলেন, ট্রাক ড্রাইভার আমাদের ইউনিয়নের সদস্য। সে গতকাল রাত ৯টার দিকে ট্রাকে মালামাল নিয়ে তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল। পথে পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া বাজারের নিকট আসা মাত্র ২০-২৫ জনের একটি দুর্বৃত্ত দল লাঠিসুটা নিয়ে চলতি ট্রাকে হামলা করে। সে সময় দৌড়ে হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও চালককে দৃর্বৃত্তা ঘটনা স্থলেই পিটিয়ে হত্যা করে। এরপর ট্রাকে থাকা মালামাল, নগদ অর্থ ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।

[৮] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় ছাগলের মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকার ল্কোজন চালককে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ ওই এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহ ৫ জনকে আটক করা হয়েছে।

[৯] এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়