শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্র্যাকটিস ম্যাচ লাগবেনা, তুমি মাঠে নামলেই হবে: সাকিবকে পাপন

স্পোর্টস ডেস্ক: [২] আগামী ২৯ অক্টোকর আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা মুক্ত হবেন টাইগার সুপারস্টার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হবেনা তার। তবে দেখা যাবে দ্বিতীয় টেস্টে।

[৩] এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে সাকিবের কোন প্র্যাকটিস ম্যাচের প্রয়োজন দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব ফিট থাকলেও খেলার জন্য যথেষ্ট বলে করেন বিসিবি বস।

[৪] ইউটিউব চ্যানেল নটআউট নোমান-এ দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন।

[৫] পাপনের ভাষ্যে, ‘ও বলেছিল ম্যাচ প্র্যাকটিস খেলার কথা। আমি বলেছি, তোমার কোনো ম্যাচ প্র্যাকটিস লাগবে না। তুমি নামলেই হবে। তুমি ফিট থাকো। ম্যাচ প্র্যাকটিস খেলার মধ্যেই হবে। না হয় একটা টেস্ট খারাপ হবে, পরেরগুলো আবার ঠিক হয়ে যাবে। অসুবিধা কি। ’

[৬] নিষেধাজ্ঞার সময়টায় আকসুর নিয়ম অনুযায়ী সাকিবকে সবকিছু থেকেই দূরে থাকতে হচ্ছে। চাইলেও তিনি বিসিবির অবকাঠামো ব্যবহার করতে পারছেন না। তাইতো যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিকেএসপিতে।

[৭] তবে সাকিবের সঙ্গে দলের বা বোর্ডের যে সব সময়ই যোগাযোগ ছিল এবং আছে সেটি নিজেই বলেছেন বিসিবি প্রধান। এমনকি জাতীয় দলের কোচও সাকিবের সঙ্গে ম্যাচ ট্যাকটিসসহ নানা বিষয়ে আলোচনা করেন বলে জানান তিনি।

[৮] নাজমুল হাসান বলেন, ‘সাকিবের সাথে সব সময়ই আমাদের যোগাযোগ আছে। আমার অন্তত সরাসরি যোগাযোগ আছে। সাকিবের সাথে নিয়মিত কথা হয়। ও যখন যুক্তরাষ্ট্রে ছিল তখনো নিয়মিত আমার সাথে কথা হয়েছে। যেটা হয়, কোচও কিন্তু যে কোনো খেলা থাকলে সাকিব না থাকলেও ওর সাথে আলাপ করে নেয়। কারণ ও খুবই অভিজ্ঞ খেলোয়াড়। কোচদের ধারণা ম্যাচ ট্যাকটিস সম্পর্কে ও খুব ভালো জানে। ’
- নট আউট নোমন

  • সর্বশেষ
  • জনপ্রিয়