রাশিদুল ইসলাম : [২] ৫ লাখেরও বেশি শিক্ষার্থী কোভিড মন্দার কথা উল্লেখ করে চেঞ্জ ডট অর্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এ আবেদনে বলছে নির্বাহী আদেশ দিয়ে ফেডারেল সরকারের অধীনে থাকা এধরনের ৮৫ শতাংশ ঋণ বাতিল করে দেয়া হোক। ফক্স নিউজ
[৩] আবেদনের উদ্যোক্তা এ্যালান কলিঞ্জ বলেন এধরনের উদ্যোগ হবে সবচেয়ে কম খরচে মার্কিন অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার বরাদ্দের সমান যা কোভিড মন্দাকে মোকাবেলা করতে সাহায্য করবে।
[৪] আবেদনে স্বাক্ষর করেছেন এমন ৫৫ মিলিয়ন শিক্ষার্থীর ঋণ নিয়েছেন ১.৮ ট্রিলিয়ন ডলার। বছরে ঋণের সুদ দিতে হয় ১’শ বিলিয়ন ডলারের বেশি। এদের ৮০ শতাংশ কোনোদিনই ঋণ ফেরত দিতে পারবে না বলছে ফেডারেল স্টুডেন্ট এইডের সাবেক সিইও ওয়েনি জনসন।
[৫] লেভি ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে শিক্ষার্থীদের এ ঋণ বাতিল করলে বছরে মার্কিন জিডিপি’তে ৮৬ থেকে ১০৮ বিলিয়ন ডলার যোগ হবে।
[৭] ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন শিক্ষার্থীদের ঋণ বাতিলের জন্যে কংগ্রেসে আইন পাশ করে আরো ২ ট্রিলিয়ন ডলারের তহবিল গঠনের কথা বলেছেন। এ্যালান বলছেন এতে জটিলতা বাড়বে কারণ শিক্ষার্থীদের এ ঋণ মার্কিন নাগরিকদের করের টাকা এবং ফের তহবিল যোগাতে হলে এসব করদাতাদের আবারো নতুন করে অর্থ দিতে হবে।
[৮] ট্রাম্পের এক নির্বাহী আদেশে এ ঋণের ওপর সুদ আগামী বছরে শূণ্য শতাংশ করা হয়েছে।