লাইজুল ইসলাম : [২] আগামী ২০ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের ৩ রুটে ফ্লাইট ঘোষণা করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে এখনো অনুমোদন পাওয়া যায়নি। ফলে ফ্লাইটগুলো ভ্রমণের তিনদিন আগে অনিশ্চয়তায় পড়ল।
[৩] বিমান বাংলাদেশ জানায়, সৌদি আরব কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল, সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছুক সকল যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে।
[৪] বুধবার বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি ফ্লাইটের বিস্তারিত জানানো হয়েছিল। এতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা জেদ্দা-চট্টগ্রাম রুটের ফ্লাইট চালু হবে। এ ফ্লাইট সপ্তাহে একদিন (রোববার) সৌদি যাবে। ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট চলবে।
[৫] তারা আরো জানায়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আগামী ২১ তারিখ থেকে প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের ফ্লাইট আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে। চলবে সপ্তাহে একদিন- বৃহস্পতিবার বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এ ঘোষণার পরদিনই অনিশ্চয়তার ঘোষণা দিল বিমান।
সম্পাদনা: বাশার নূরু