তাপসী রাবেয়া: [২] মন্ত্রিসভার সায় পেলেও ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত ড্রোন ওড়ানো যাবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
[৩] এাছাড়া ‘ক’ শ্রেণির ড্রোন (বিনোদনের জন্য) ৫০০ ফুট উচ্চতায় ওড়ানো যাবে বলে কিছু গণ্যমাধ্যমে যে খবর এসেছে তাও ঠিক নয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
[৪] বিনোদনের জন্য, বিশেষ করে খেলনা হিসেবে ব্যবহারের ড্রোন এ শ্রেণিতে পড়বে। এর ওজন অবশ্যই পাঁচ কেজির কম হতে হবে। বিনোদন বা খেলার জন্য পাঁচ কেজির কম ওজনের ড্রোন ওড়াতে কোনো অনুমতি নিতে হবে না- এমন বিধান রেখে ‘ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা- ২০২০’ এর খসড়ায় গত সোমবার অনুমোদন দেয় মন্ত্রিসভা। নীতিমালায় ড্রোনের চারটি শ্রেণি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
[৫] বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, কিন্তু তা গেজেট আকারে এখনও প্রকাশিত হয়নি। নীতিমালার গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার প্রস্তুতি গ্রহণের আগে এ নীতিমালার আওতায় কোনো ব্যক্তি, সংস্থা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন করতে পারবে না।
[৬] এই সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন অনুবিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা: বাশার নূরু