শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: খিচুড়ি রান্না শিখতে চান? চলেন বিদেশে যাই

শরিফুল হাসান: খিচুড়ি রান্না শিখতে এক হাজার সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব কীভাবে মাথায় আসতে পারে, সেটা আমার মাথায় ঢুকে না। এই যে পুকুর কাটা থেকে শুরু করে আজব সব কাজে আমাদের সরকারি কর্তারা বিদেশ সফরে যান, এর মাজেজা কী। আমার মনে আছে, কক্সবাজার সৈকতের উন্নয়ন দেখতেও বিদেশে ভ্রমণের পরিকল্পনা ছিল। আচ্ছা স্বাধীনতার পর গত ৫০ বছরে সরকারি কর্তাদের বিদেশ সফরে ঠিক কতো হাজার কোটি টাকা ব্যায় হয়েছে? সরকারি কর্মকর্তারা এই বাবদ কতো টাকা পেয়েছে? এর ফলাফল কী?

আফসোস লাগে, এই দেশে ২০০ টাকার জিনিসের দাম দুই লাখ টাকা ধরে আজব সব প্রকল্প হয়, জুম মিটিংয়েও আপ্যায়নে কোটি টাকা লাগে আর দুর্নীতির বিরুদ্ধে বললে অতিরিক্ত সচিব ওএসডি হন। না, আমি বলছি না প্রয়োজনে বিদেশে যাবেন না। প্রয়োজন হলে অবশ্যই যাবেন। কিন্তু এই যে আমাদের সরকারি কর্মকর্তারা এতো বিদেশে সফরে যান তারা কী ওই দেশগুলো থেকে আদৌ কিছু শিখে আসেন? শিখলে বাংলাদেশের রাস্তাঘাট-গণপরিবহন-স্বাস্থ্য সেবা-ওয়াসা-তিতাসসহ সব সেবা সংস্থার এই দশা কেন?

আচ্ছা বলেন তো বিদেশের কোনো ভালো জিনিসটা শিখে আমরা নিজের দেশে কাজে লাগাতে পেরেছি? জনগণের টাকার এমন অপব্যবহার আর কতোবছর চলবে? থাক এসব কথা আর না বলি। এর চেয়ে বরং বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনামটা দেখি। খিচুড়ি রান্না শিখতে চান? চলেন বিদেশে যাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়