জাহাঙ্গীর লিটন: [২] লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও ইনভয়েস দেখাতে না পারায় ২টি আড়তকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু ওয়াদুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (সাধারণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমি।
[৪] জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর শহরে বাজার পরিদর্শনকালে দেখা গেছে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে এবং ইনভয়েস চাইলে দেখাতে পারেনি। তাই রিহান ট্রেডার্স কে ৪ হাজার ও কবির ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সপ্তাহে পেঁয়াজ ছিলো ২৮-৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি করছে ৫৫-৬০ টাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী