রাশিদুল ইসলাম : [২] বিশ্বে ইসরায়েল প্রথমবারের মত কোভিডের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় ফের লকডাউন আরোপ করেছে। এর প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির আবাসন মন্ত্রী ইয়াকুব লিৎজম্যান। একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন। জেরুজালেম পোস্ট
[৩] লকডাউন আরোপের কারণে ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপুর’ পালন বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ করেন ইয়াকুব। এর ফলে হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে তার দাবি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে পাঠানো পদত্যাগপত্রে লিৎজম্যান লকডাউনের সিদ্ধান্তকে ‘চরম ভুল’ বলে আখ্যা দেন। পদত্যাগ পত্রে তিনি লেখেন, ইহুদিদের ধর্মীয় উৎসবের মুখে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে দেশটির হাজার-হাজার নাগরিককে অবজ্ঞা করার স্পর্ধা প্রকাশ করা হয়েছে।
[৪] ইসরায়েলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। ইহুদী নববর্ষের সামনে লকডাউনে স্কুল, রেঁস্তোরা, শপিং মল, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় ইসরায়েলি নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এমনিতে কোভিড মন্দায় দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবিতে হাজার হাজার তরুণ দীর্ঘদিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়ে আসছে।
[৫] লকডাউন বিধি অনুসারে ইসরায়েলি নাগরিকদের ঘর বাড়ি থেকে ৫’শ গজের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে। টিভি ভাষণে নেতানিয়াহু বলেছেন ধর্মীয় উৎসবের এধনের ছুটিতে এমন পরিস্থিতিতে আমরা এর অগে না পড়লেও কোভিড মোকাবেলায় বাধ্য হয়ে তা করা হয়েছে এবং তা না হলে কঠিন মূল্য দিতে হবে।