শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক ফসিউল্লাহ বলেন, করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে, নিবন্ধিত পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে অটোপাশের সার্টিফিকেট দেওয়া হতে পারে। সার্টিফিকেট প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে নিজ নিজ প্রতিষ্ঠানে অটোপাশের সার্টিফিকেট দেওয়া হবে। সেখান থেকে শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হবে।
[৩] ডিপিই সূত্র জানায়, ইতোমধ্যে পরীক্ষা বাতিল ও অটোপাশের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অটোপাশ কার্যক্রম পরিচালনা ও সার্টিফিকেট বিতরণে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।
[৪] জানা যায়, সার্টিফিকেটে কোন জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। শুধু উত্তীর্ণ লেখা সার্টিফিকেটের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবে। সম্পাদনা : রায়হান রাজীব