কাওসার হামিদ : [২] পূর্ব শত্রুতার জের ধরে মাছ ধরার জেলে ট্রলার সাগরে ডুবিয়ে দিয়েছে প্রতিপক্ষ। সাগরে হাবুডুবু খাওয়ার ৫ঘন্টা পর জেলেদেরকে উদ্ধার করা হয়েছে। তালতলী থানায় ও তালতলী প্রেসক্লাবে এসে রবিবার এমন অভিযোগ করেন ওই ট্রলারের মালিক জেলে সোলেমান (২৫) ও তার বাবা আবুল হোসেন হাওলাদার।
[৩] লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের সাথে পার্শ্ববর্তী শানু খলিফা গংদের সাগরে জাল পাতাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। আবুল হোসেন হাওলাদারের ছেলে জেলে সোলেমান বুধবার তার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। ওই জাল টানার সময় হঠাৎ করে শানু খলিফা তার বড় জেলে ট্রলারটি সোলায়মানের ট্রলারের উপর আড়াআড়ি ভাবে উঠিয়ে দিলে ট্রলারটি তাৎক্ষনিকভাবে ডুবে যায়। সোলায়মানের ট্রলারসহ ৩ জেলে ৫ঘন্টা সাগরে হাবুডুবু খাওয়ার পর অপর এক জেলে ট্রলার তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে উদ্ধার হওয়া ৩ জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ