নূর মোহাম্মদ: [২] নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
[৩] তিনি বলেন, আবেদনটি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননীর আদালতে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
[৪] এর আগে গত ৯ সেপ্টেম্বর ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দিতে বলা হয়।