মহসীন কবির : [২] রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৮৭তম দিনে ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯৯ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৯ শতাংশ।
[৩] এখন পর্যন্ত ১৭ লাখ ২৮ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৭৩৩ জন।
[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪৭ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১.৩০ শতাংশ।
[৫] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে জন ২৫ পুরুষ ও ৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৬ হাজার ৫৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ হাজার ২৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৩২৬ জন।
[৬] এ পর্যন্ত কোভিডে মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৬৮৬ ও নারী এক হাজার ৪৭ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।
[৭] বিভাগ অনুযায়ী, ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, সিলেট দুইজন, রংপুর দুইজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।