শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬, সুস্থ ২৩৭২

মহসীন কবির : [২] রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৮৭তম দিনে ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯৯ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৯ শতাংশ।

[৩] এখন পর্যন্ত ১৭ লাখ ২৮ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৭৩৩ জন।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪৭ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১.৩০ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে  জন ২৫ পুরুষ ও ৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৬ হাজার ৫৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ হাজার ২৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৩২৬ জন।

[৬] এ পর্যন্ত কোভিডে মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৬৮৬ ও নারী এক হাজার ৪৭ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।

[৭] বিভাগ অনুযায়ী, ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, সিলেট দুইজন, রংপুর দুইজন এবং ময়মন‌সিং‌হে একজন রয়েছেন।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়