জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
[৩] শুক্রবার ফৌজদার হাটস্থ বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর শনিবার ( ১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন এবং তাঁর স্ত্রী ও ১ ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।
[৪] ১০ সেপ্টেম্বর বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি ও তাঁর স্ত্রী-সন্তান বর্তমানে ডিসি হিলস্থ বাংলোতে হোম আইসোলেশনে আছেন।
[৫] চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
[৬] তিনি চট্টগ্রাম বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সম্পাদনা: হ্যাপি