শাহানুজ্জামান টিটু : [২] গণবিরোধী নির্মম পুলিশী ব্যবস্থার বিপরীতে জনগণের 'জীবন' 'অধিকার' এবং 'মর্যাদা' রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের লক্ষ্যে বিদ্যমান পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।
[৩] দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতিতে বলেন, বিচারবহির্ভূত হত্যা, পুলিশ হেফাজতে মৃত্যু, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে পুলিশের সম্পৃক্ততায় প্রমাণ হয় বিদ্যমান পুলিশি ব্যবস্থা দিয়ে আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায় না।
[৪] তারা বলেন, একজন নাগরিককে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে হত্যা করা দুশ’ বছরের ব্রিটিশ আমলেও সংঘটিত হবার প্রমাণ পাওয়া যায়নি। অথচ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্রে প্রতিনিয়ত নাগরিককে খুন করা রাষ্ট্রীয় কর্তব্যে রূপান্তরিত হয়েছে যা মুক্তিযুদ্ধকে অসম্মানের শামিল।
[৫] নেতারা বলেন, পুলিশকে স্বাধীন দেশের উপযোগী গণমুখী, মানবিক, দক্ষ, উচ্চতম মূল্যবোধ সম্পন্ন এবং শাসনতান্ত্রিক দায়বদ্ধতার আওতায় নিয়ে আসার জন্য পুলিশি ব্যবস্থার সংস্কার জরুরি। স্বাধীন দেশের উপযোগী পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বিদ্যমান পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারের জন্য 'পুলিশ কমিশন' গঠন করতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব