আসিফুজ্জামান পৃথিল: [২] ভারতে টানা প্রতিদিনই কোভিড শনাক্তের বিশ্বরেকর্ড হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি করে লকডাউন তুলে দেবার কারণেই দেশটিতে করোনা ছড়িয়েছে দ্রুত গতিতে। আর এখন পরীক্ষা বাড়ায় এই রোগীগুলো ধরাও পড়ছে। হিন্দুস্তান টাইমস, ওয়ার্ল্ডোমিটার
[৩] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০১ জন। ভারতে এ পর্যন্ত ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ হাজার ৪৭২ জন।
[৪] মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে ভারতের মধ্যে এগিয়ে এই তিনটি রাজ্য।
[৫] যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত রোগী ৬৬ লাখ ৩৭ হাজার ২৪০ জন। মোট মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৪৩৫ জন।
[৫] সারাবিশ্বে মোট আক্রান্ত ২ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ১২১ জন। মারা গেছেন ৯ লাখ ২০ হাজার ৪৬০ জন। স্স্থু হয়েছেন ২ কোটি ৬ লাখ ৬ হাজার ১২৬ জন। সম্পাদনা: ইকবাল খান